চাঁদপুর জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কচুয়া উপজেলা অবস্থিত। তৎকালীন পাকিস্থান আমলে কচুয়া উপজেলার শিক্ষার্থীদেরকে নানাহ ঝড়-ঝঞ্ঝা, যাতায়াতের প্রতিকূলতা সত্ত্বেও জেলা সদরের কলেজ ও দূরদুরান্তের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো। এলাকার শিক্ষার হার ছিল অতি নগণ্য। এমন পরিস্থিতিতে কচুয়া উপজেলার তৎকালীন শিক্ষানুরাগী, জনহিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় সে সময়কার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জনাব মোঃ আফজালুর রহমান সাহেব এর সভাপতিত্বে ২৪ ডিসেম্বর ১৯৬৯ সালের এক সভায় কলেজটি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তৎকালীন কচুয়ার জনদরদী ব্যক্তি জনাব এডভোকেট আব্দুল আউয়াল সাহেব কলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটিতে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষ হতে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্ত্তির কার্যক্রম শুরু হয়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটির প্রভূত উন্নয়ণ সাধিত হয়। কলেজটি বর্তমানে সরকারি হওয়ায় সরকারি বিধিমতে পরিচালিত হয়ে আসছে ।

তথ্য ও যোগাযোগের প্রযুক্তি (Information and Communication Technology-ICT) মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। চাঁদপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া বঙ্গবন্ধু সরকারী ডিগ্রি কলে ইতোমধ্যে সকল শিক্ষকদের নিয়ে ‘‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’’ বিষয়ক অভ্যন্তরিন প্রশিক্ষন সম্পন্ন করেছে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।

চাঁদপুর জেলা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে কচুয়া উপজেলা অবস্থিত। তৎকালীন পাকিস্থান আমলে কচুয়া উপজেলার শিক্ষার্থীদেরকে নানাহ ঝড়-ঝঞ্ঝা, যাতায়াতের প্রতিকূলতা সত্ত্বেও জেলা সদরের কলেজ ও দূরদুরান্তের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে হতো। এলাকার শিক্ষার হার ছিল অতি নগণ্য। এমন পরিস্থিতিতে কচুয়া উপজেলার তৎকালীন শিক্ষানুরাগী, জনহিতৈষী ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় সে সময়কার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জনাব মোঃ আফজালুর রহমান সাহেব এর সভাপতিত্বে ২৪ ডিসেম্বর ১৯৬৯ সালের এক সভায় কলেজটি প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। তৎকালীন কচুয়ার জনদরদী ব্যক্তি জনাব এডভোকেট আব্দুল আউয়াল সাহেব কলেজটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজটিতে ১৯৭০-৭১ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ১৯৮৫-৮৬ শিক্ষা বর্ষ হতে স্নাতক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের ভর্ত্তির কার্যক্রম শুরু হয়। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় কলেজটির প্রভূত উন্নয়ণ সাধিত হয়। কলেজটি বর্তমানে সরকারি হওয়ায় সরকারি বিধিমতে পরিচালিত হয়ে আসছে ।